কর্মীদের ‘মন খারাপ’ হলেই বেতনসহ ছুটি দেয় এই কোম্পানি

|

অফিসে এসেছেন, কিন্তু কাজে মন বসছে না? কোনো কারণে আপনার মন খারাপ? হতে পারে তা একান্ত ব্যক্তিগত কোনো কারণ। বা কোনো কারণ ছাড়াই ‘মুড অফ’ বোধ করছেন?

এটুকুই যথেষ্ট। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানকার বস আপনাকে ছুটি দিয়ে দেবেন।

অথবা, আজকে যেতে মন চাইলো না। মন খারাপ লাগছে। তাহলে যাওয়ার দরকার নেই। অফিসে শুধু জানিয়ে দিলেই হবে, ‘আমার মন খারাপ লাগছে’। তাহলে ছুটি নিশ্চিত হয়ে যাবে। অন্য কোনো কারণ দেখাতে হবে না। কিম্বা ‘মেডিকেল সার্টিফিকেট’ জোগাড়ের জন্যও পেরেশান হতে হবে না।

চীনের একটি কোম্পানি তাদের কর্মীদের জন্য এমন ব্যবস্থাই করেছে। প্রতিষ্ঠানটি চায়, কর্মীরা চাপমুক্ত হয়ে কাজ করুন।

চায়না ডায়নোসোর পার্ক নামে ওই প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিমাসে নিয়মিত ছুটির সাথে একদিন করে অতিরিক্ত ছুটি পান। এটা মূলত তাদের মন ভাল রাখার জন্য দেয়া হয়।

ডেইলি মেইল জানাচ্ছে, গত তিন বছর ধরে ‘মন খারাপ ছুটি’ দিয়ে আসছে। কোম্পানিটির মুখপাত্র বলেন, অনেক সময় পার্কে গ্রাহকদের অনেকের কাছ থেকে অনাকাঙ্খিত আচরণের শিকার হতে হয়। এতে কর্মীদের কারো মন খারাপ হতে পারে। এ কারণে আমাদের এই ধরনের ছুটির নীতি আমাদের কর্মীদের প্রতি আমাদের যে আন্তরিকতা তার জানান দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply