সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা জনি ডেপের

|

সাবেক স্ত্রী আম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন হলিউড তারকা জনি ডেপ। মার্কিন সাময়িকী দ্য ব্লাস্ট এর বরাতে ডেইলি মেইল এই খবর জানিয়েছে।

মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে হার্ডের ওপর ডেপের শারিরীক ও মানসিক অত্যাচার সংক্রান্ত অভিযোগকে হলিউড অভিনেতা ‘গুজব’ বলে অভিহিত করেছেন। তিনি মামলায় দাবি করেন, তার বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ মোটেও সত্য নয়। এমন অভিযোগ আনার কারণে তার বড় ধরনের মানহানি হয়েছে, এবং সে কারণেই তিনি মামলা করলেন।

২০১৬ সালের ২১ মে স্ত্রী আম্বার হার্ডকে বেদম পিটিয়ে তাঁর মুখে নাকি ফোন ছুড়ে মেরেছিলেন ডেপ। তখন এমন অভিযোগ করেছিলেন স্বয়ং আম্বার হার্ড।

কিছুদিন আগে ডেপের আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান ই নিউজকে বলেছেন, আমরা কিছু প্রমাণ পেশ করেছি, যেখানে স্পষ্ট করা হয়েছে যে জনি ডেপ তাঁর স্ত্রীর গায়ে হাত তোলেননি। সেখানে এমন কয়েকজনের বক্তব্যও রয়েছে, যাঁরা আম্বারের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখেননি।

যদিও আম্বার তার এমন ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে, তার গাল ও কপালে আঘাতের দাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply