ওবায়দুল কাদেরের প্রতি সহানুভূতি প্রকাশে হাসপাতালে বই

|

হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হয়েছেন। তাকে দেখতে অনেকেই হাসপাতালে ছুটে আসছেন। তার প্রতি সহানুভূতি প্রকাশের জন্য হাসপাতালের ‘ডি’ ব্লকের দ্বিতীয় তলায় একটি টেবিলের ওপর রাখা হয়েছে দু’টি খাতা।

এই খাতাতেই নিজের নাম, মোবাইল নম্বর, পদবি লিখে স্বাক্ষর দিচ্ছেন অনেকেই।

এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ জানান, ওবায়দুল কাদেরের প্রতি সহানুভূতি প্রকাশের জন্য বই খোলা হয়েছে।

বিএসএমএমইউয়ের ‘ডি’ ব্লকের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, সহানুভূতি প্রকাশের জন্য যে বই খোলা হয়েছে, তাতে নেতা-কর্মীরা তাদের নাম, মোবাইল নম্বর, পদবি লিখে স্বাক্ষর দিচ্ছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়।

সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।

তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ ও তার পরিবার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply