দ্রুতই ককপিটে ফিরতে চান অভিনন্দন

|

দ্রুতই আবার বিমানের ককপিটে ফিরতে চান ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

ভারতীয় সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পাকিস্তান থেকে ফিরার পর বর্তমানে নয়া দিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অভিনন্দন। সেখানে চিকিৎসক ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি যত দ্রুত সম্ভব আবার যুদ্ধ বিমানের ককপিটে ফিরতে চান, এমনটাই জানিয়েছেন সামরিক কর্মকর্তাদের কাছে।

পাকিস্তান থেকে ফেরার পর বর্তমানে দিল্লির সামরিক হাসপাতালে অভিনন্দনের চিকিৎসা চলছে। সেখানে তাকে সামরিক বাহিনীর কাছে ডি-ব্রিফিং ও পাকিস্তানে থাকাকালীন তিনি কোন ধরণের মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন কিনা সে পরীক্ষা করা হবে। একই সাথে তাকে মনোবিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, সেখানে তিনি ভারতের নিরাপত্তা সংক্রান্ত কোন তথ্য পাকিস্তানের কাছে প্রকাশ করেছেন কি না তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বিমান হামলা চালানোর সময় পাকিস্তান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দীকির এফ-১৬ ফাইটারের ছোড়া মিসাইলে তার মিগ-২১ বিধ্বস্ত হলে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দি হন। সেখান থেকে গত ১লা মার্চ পাক প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা হিসেবে তাকে মুক্তি দিয়ে ভারতে ফেরত পাঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply