সারাদেশে আগামী ৩দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

|

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়া, সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে হয়েছে।

আজ সোমবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

আবাহাওয়া দফতর থেকে বলা হয়, আজ থেকে আগামী ৬ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত এবং কখনও কখনও শিলা বৃষ্টিও হতে পারে।

আবাহাওয়া তথ্য সূত্র জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় বিরাজ করছে। আবার দক্ষিণ বঙ্গোপসাগরেও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। যে কারণে আগামী তিন দিন ৪, ৫ ও ৬ তারিখ বজ্রসহ বৃষ্টিপাত হবে রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এজন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply