বালাকোটে হতাহতের সংখ্যা জানেন না বায়ুসেনা প্রধান; বললেন ‘এটা সরকারের কাজ’

|

পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলায় ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে বায়ুসেনা (ভারতের বিমান বাহিনী। তবে বায়ুসেনা প্রধান বিএস ধানুয়া সাংবাদিকদেরকে জানাতে পারেন নি হতাহতের সংখ্যা আসলে কত। বরং তিনি দায় চাপালেন সরকারের ওপর। বললেন, ‘আমাদের কাজ টার্গেটে আঘাত করা। সরকারের কাজ ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা গণনা করা।’

ভারতের জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা কেন্দ্রীয় সরকারের কাছে বিমান হামলায় জঙ্গিদের মৃত্যু এবং জঙ্গিঘাঁটিতে বিমান হামলার প্রমাণ দাবি করে।

এস ধানুয়া বলেন, ‘আমরা যে টার্গেট ভাবি, সেখানেই আঘাত হানি। আর তা যদি না হতো, তাহলে পাকিস্তান কেন পাল্টা হামলা চালানোর চেষ্টা করল? আমরা জঙ্গলে বোমা ফেললে পাকিস্তান প্রতিক্রিয়া দেখাল কেন?’

ধানুয়া আরো বলেন, ‘আমরা আমাদের ঠিক টার্গেটে হিট করেছি। কতজন মারা গেছে, তা গোনার কাজ বায়ুসেনার নয়। সরকার সেটা করতে পারে। বায়ুসেনা তাই বলতে পারবে না, হামলায় কতজন মারা গিয়েছে। আমরা শুধু টার্গেট সেট করে সেখানেই হামলা করি। মানুষ গুনতে যাই না।’

ধানুয়া এদিন পাকিস্তানের হাতে আটক এবং পরে মুক্তি পাওয়া ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান কবে ডিউটিতে ফিরবেন সেই প্রসঙ্গে বলেন, ‘অভিনন্দন কবে ডিউটিতে ফিরবেন, তা সঠিকভাবে বলা যাবে না। আমরা একজন পাইলটের ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে পারি না। অভিনন্দন ফিট থাকলে সে ফাইটার জেট চালাবে। তবে অভিনন্দনের ফিটনেসের ওপর সবকিছু নির্ভর করছে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply