পোল্ট্রি ব্যবসার আড়ালে মাদকের তৈরির কারখানা, আটক ১

|

কুমিল্লায় মাদকদ্রব্য তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। র‍্যাবের দাবি, পোল্ট্রি ব্যবসার আড়ালে এতদিন মাদকের ব্যবসা করতো অশ্রু আহমেদ শামীম নামে এক ব্যক্তি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়নকরা গ্রামের ফরায়েজী ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামারে রাতে অভিযান চালানো হয়। এসময় খামারের পরিত্যক্ত একটি ঘর থেকে চিনির সিরাপ, ফ্লেভার, ঘন চিনিসহ নানা উপাদান জব্দ করা হয়। আটক করা হয় অশ্রু আহমেদকে। পরে জিজ্ঞাসাবাদে আটক অশ্রু, উপাদানগুলো দিয়ে মাদক তৈরির কথা স্বীকার করে।

তিনি জানায়, নিজের তৈরি করা মাদক দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে তা বিক্রি করা হতো। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান র‍্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply