পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে যাচ্ছে ভারত

|

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাচ্ছে ভারত। পাকিস্তানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে এবং জয়েশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধের প্রস্তাব দেবে নয়া দিল্লি।

জানা গেছে, ১৩ মার্চের মধ্যে ভারত সরকারের প্রস্তাবনার ওপর ব্যবস্থা নেবে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। স্থায়ী সদস্য চীনের ভেটোতে প্রস্তাব বাতিলেরও শঙ্কা রয়েছে, বলছে ভারতীয় গণমাধ্যম। এর আগে, পুলওয়ামা হামলার পর ভাবমূর্তি পুনরুদ্ধারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন- জয়েশ-ই-মোহাম্মদের অন্তত ৪৪ সদস্যকে আটক করে পাকিস্তান। যাদের মধ্যে আছে মাসুদ আজহারের ছেলে হামাদ আজহার আর ভাই মুফতি আব্দুর রউফও। এছাড়া নতুন করে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়াত নামে আরও দু’টো সংগঠনকে।

এদিকে, আরব সাগরে পাকিস্তানের জলসীমায় ভারতীয় ডুবোজাহাজের অনুপ্রবেশের ভিডিও প্রকাশ করেছে ইসলামাবাদ। অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতীয় নৌবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply