বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আরও ৫ হাজার রোহিঙ্গা

|

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে এখনও বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গা জনগোষ্ঠী।

গতরাত থেকে উখিয়ার আঞ্জুমান পাড়ার বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান নিয়েছে প্রায় ৫ হাজার রোহিঙ্গা। তাদের সবাই বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করেছে। তবে বিজিবি জানিয়েছে, বিশেষ কিছু প্রক্রিয়া শেষে তাদের প্রবেশের সুযোগ দেয়া হবে। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যাই বেশি। অনাহার অনিদ্রায় তাদের অনেকে অসুস্থ্য হয়ে পড়েছে। তবে কয়েকটি দাতা সংস্থাকে সেখানে কাজ করতে দেখা গেছে। আজও বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমার সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার টহল দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply