শপথ নিলেন মেয়র আতিকুল ইসলাম

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নিয়েছেন উত্তর ও দক্ষিণ সিটির ৫০ জন কাউন্সিলর।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মেয়র ও কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়রের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে ২৮ ফেব্রুয়ারির উপনির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তাঁর প্রাপ্ত ভোট ৮ লাখ ৪৯ হাজার ৩০২। আতিকুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছিলেন ৫২ হাজার ৪২৯ ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply