নিরাপদ খাদ্য নিশ্চিতে বিভাগ ও জেলা পর্যায়ে পরীক্ষাগার স্থাপন: খাদ্যমন্ত্রী

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে পরীক্ষাগার স্থাপন করা হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স অবস্থানে; নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সবধরনের পদক্ষেপ নেয়া হবে। আইন বাস্তবায়নের পাশাপাশি এ বিষয়ে সকলের মাঝে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়ন ও জন সচেতনা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

কর্মশালায় নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক আরিফুর রহমান অপু নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সকালে নওগাঁ জিলা স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ।

কর্মসূচীতে সরকারী কর্মকর্তা কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply