সাবেক মন্ত্রী মেননের বক্তব্যের প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ

|

কওমি মাদ্রাসাকে ‘বিষবৃক্ষ’ এবং ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র বলে সংসদে দেয়া সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইসলাম বিরোধী এমন বক্তব্যের জন্য রাশেদ খান মেননকে গ্রেফতার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। আজ বৃহস্পতিবার বিকালে হাট হাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা। সমাবেশে আল্লামা আহমদ শফিসহ আলেম সমাজকে কটাক্ষ করার প্রতিবাদও জানান হেফাজত নেতারা।

বক্তারা বলেন, সংসদে আইন পাশ করে সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন। সেই শিক্ষাকে বিষবৃক্ষ বলে মেনন সংসদকে অবমাননা করেছেন, যা রাষ্ট্রদ্রোহের সামিল। মেননের এমন বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এ জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি হাটহাজারীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ডাক বাংলোতে এসে শেষ হয়।

এর আগে, মঙ্গলবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও রাশেদ খান মেননকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply