বৃষ্টিতে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনও পরিত্যক্ত

|

সিরিজের ২য় টেস্টের ২য় দিনও ভেস্তে গেলো বৃষ্টির কারণে। দুই দিন শেষে এখন পর্যন্ত টসের জন্যও মাঠে নামতে পারেনি দুই দলের অধিনায়ক।

আগের দিনের মত এদিনও সকাল থেকেই ওয়েলিংটনের আকাশ ছিলো মেঘে ঢাকা। প্রথম দিন খেলা না হওয়ায় এদিন আধ ঘণ্টা আগে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় শুরু হবার কথা ছিলো। মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি আবারো শুরু হলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার পল রাইফেল ও রুচিরা পালিয়াগুরুগে। ১ম দিনের মত এদিনো মাঠে আসেননি ক্রিকেটাররা। বাংলাদেশ কোচ স্টিভ রোডস অবশ্য মনে করেন ক্রিকেটে যেকোন কিছুই সম্ভব। তাই ৩ দিনেও এই টেস্টে ফল আশা করছেন রোডস।

স্টিভ রোডস বলেন, ক্রিকেটে যে কোন কিছুই সম্ভব। এই মাঠের যেই অবস্থা, তাতে ৩ দিনেও ফলাফল সম্ভব। এই আবহাওয়া নিয়ে আমি বেশ হতাশ, এখন দেখার বিষয় কালকের আবহাওয়া কেমন থাকে। মূল কথা যেকোনভাবেই হোক খেলাটা জরুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply