মাদক ছেড়ে স্বাভাবিক পথে না আসলে কঠিন পরিণতি: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ইয়াবার আগ্রাসন রোধে বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। দুপুরে তেজগাঁও বিজি প্রেস মাঠে মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলনে স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক পথে আসবেনা তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই মাদকবিরোধী সমাবেশে অন্যান্যর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কামিটির সভাপতি শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব শাহেদুজ্জামানসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা বক্তব্য দেন। বক্তারা বলেন, মাদক নিমূর্লে পরিবার থেকেই মূল ভূমিকা পালন করতে হবে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের মাধ্যমে একে নির্মূল করতে হবে। পরে, উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করান জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply