কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্টকে অপসারণ

|

কুয়েত মৈত্রী হলে সিলামারা বস্তা ভর্তি ব্যালট পেপার পাওয়া গেলে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এঘটনায় হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে অপসারণ করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে মাহবুবা নাসরিনকে।

এর আগে সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে সঠিক সময় ভোট শুরু হয়নি। শিক্ষার্থীরা দাবি করে খালি ব্যালট বাক্স দেখানো না হলে ভোট শুরু হবে না। পরে হলের ভিতর থেকে ছাত্রলীগ প্যানেলের প্রার্থীদের পক্ষে সিল মারা এক বস্তা ব্যালট পেপার উদ্ধার হয়। এবং কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সকাল ৮টায় শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply