ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান, নতুন তফসিল চায় বিরোধী ৫ প্যানেল

|

ডাকসু’র ভোট গ্রহণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ব্যাপক অনিয়ম এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নীরবতার প্রতিবাদে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ৫টি বিরোধী জোট ও প্যানেলের প্রার্থীরা।

আজ সোমবার দুপুর ১টায় মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদের প্রার্থী ও নেতারা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেও উপস্থিত ছিলেন।

আলাদা সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যান ও নতুন তফসিল দাবি করেছে ছাত্রদলও। ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, তাদের প্যানেলে জিএস প্রার্থীসহ বেশ কয়েজন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি এবং ছাত্রলীগের ভোট কারচুপির প্রতিবাদে তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী ভোট সংক্রান্ত বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। তিনি বলেন, সকালে ভোট শুরুর আগে কুয়েক মৈত্রী হলে বস্তা ভর্তি ব্যালট বাক্স উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন হলে জাল ব্যালট উদ্ধারের অভিযোগ করেন তিনি।

নন্দী জানান, রোকেয়া হলে ১ ঘণ্টা পর ভোট শুরু হয়েছে। সেখানে ছাত্রলীগের ভিপি-জিএস প্রার্থীদের উপস্থিতিতে কোটা সংস্কারপন্থী প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর, স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদের প্রার্থী দিপ্তীকে মারধর করা হয়।

বিভিন্ন হলে ভোট দিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন লিটন নন্দী। তিনি বলেন, ছাত্রলীগ গেটে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের বুথে ঢুকতে দেয়নি। শহীদুলল্লাহ হলের গেট বন্ধ করে রাখে ছাত্রলীগ- এমন অভিযোগও করেন তিনি। জানান, সেখানে ভোট শুরুর পর প্রথম ২ ঘণ্টা পর্যন্ত কেউ ভোট দিতে পারেনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলন শেষে মধুর ক্যান্টিন থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ৪ জোটের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এরপর ভিসির বাসভবন ঘেরাও করার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply