ভিসির বাস ভবন ঘেরাও করে ছাত্রদলের বিক্ষোভ

|

সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনের বর্জনের পর ভিসির বাস ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতা কর্মীরা। বিক্ষোভে বিভিন্ন স্লোগানে ভিসি পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা। এরআগে দুপুর মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জন করে ছাত্রদল। সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করে ভিসি বাস ভবনের সামনে যায় ছাত্রদলের নেতা কর্মীরা। 

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, তাদের প্যানেলে জিএস প্রার্থীসহ বেশ কয়েজন ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি এবং ছাত্রলীগের ভোট কারচুপির প্রতিবাদে তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে তিনি জানান।

এরআগে ডাকসু’র ভোট গ্রহণে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ব্যাপক অনিয়ম এবং এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নীরবতার প্রতিবাদে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ৪টি বিরোধী জোট ও প্যানেলের প্রার্থীরা।

এই চারটি ছোট ছিলো- বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply