আবারও ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখ্যান

|

Prime Minister Theresa May speaking in the House of Commons, London, after the Government's Brexit deal was rejected by 391 votes to 242 on March 12, 2019. (House of Commons/Pa wire/Abaca Press/TNS)

আবারও বড় ব্যবধানে থেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাব প্রত্যাখ্যান করলো ব্রিটিশ পার্লামেন্ট। ফলে শেষ মুহূর্তে চরম অনিশ্চয়তায় ব্রেক্সিট কার্যকর।
মঙ্গলবার, পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিকল্প প্রস্তাবে সমর্থন জানান ২৪২ জন আইনপ্রণেতা, যেখানে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ৩৯১ জন। ১৪৯ ভোটের ব্যবধানে বাতিল হয়ে যায় ব্রেক্সিট কার্যকরে প্রস্তাবিত দ্বিতীয় চুক্তিটিও।

জানা গেছে, এবার ব্রেক্সিটের তারিখ পেছাতে বৃহস্পতিবার ফের ভোট হবে পার্লামেন্টে। ভোটের ফল পক্ষে গেলে, আনুষ্ঠানিকভাবে ইইউ জোটের কাছে ব্রেক্সিট প্রক্রিয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হবে। নাহলে, চুক্তি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে ২৯ মার্চ জোট থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। রয়েছে ব্রেক্সিটের বৈধতা নিয়ে দ্বিতীয় গণভোট, আর থেরেসা মে’র অভিসংশন প্রক্রিয়া শুরুর শঙ্কাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply