মাদারীপুরে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল বিশেষ আভিযান চালিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের দি গ্রুপ এক্সরে এন্ড প্যাথলজি ল্যাবে অভিযান পরিচালনা করে সন্তোষ কুমার দাস (৪০) নামের ১ জন ভুয়া ডাক্তার আটক করা হয়। এসময় তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর র‌্যাব-৮ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোঃ রইসউদ্দিন জানান, মঙ্গলবার রাতে কতিপয় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাজৈর উপজেলান টেকেরহাট বন্দরের বাজার এলাকায় দি গ্রুপ এক্স-রে এন্ড প্যাথলজি ল্যাবে অভিযান পরিচালনা করে উক্ত ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করে। ভুয়া ডাক্তার চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারনামূলকভাবে নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,আটককৃত ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজৈর ইউএনও) সোহানা নাসরিন মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক সন্তোষ কুমার দাশকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ ফরিদ হোসেন মিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply