স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যায় বখাটের মৃত্যুদণ্ড

|

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ের স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া সর্দার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জামাল মিয়ার পুত্র।

আদালত সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় প্রবাসী হিফজুর রহমানের কন্যা স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নি কে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় বখাটে ইয়াহহিয়া সর্দার। এতে ক্ষুব্দ হয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্ভর রাতে মুন্নিকে বুকে ছুরিকাঘাত করে বখাটে ইয়াহিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুল ছাত্রীর মুন্নির। এ ঘটনার দু’দিন পর নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে বখাটে ইয়াহহিয়া সহ দুই জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে শুধু ইয়াহহিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

দীর্ঘদিন যুক্তিতর্ক শেষ বুধবার আদালত আলোচিত এই হত্যা মামলায় রায় দেন। রায়ে বখাটে ইয়াহহিয়া সর্দারকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply