ভৈরব দ্বিতীয় রেল সেতুদিয়ে ট্রেন যাত্রা শুরু

|

 

বহুল প্রতিক্ষিত ভৈরব দ্বিতীয় রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু করেছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দিয়ে আজ বেলা সাড়ে ১১টায় সেতুর অনানুষ্ঠানিক ট্রেনের যাত্রা শুরু হয়। আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় গণবভন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

৫৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধন হলে ঢাকা সাথে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কিছুদিনের মধ্যে আগরতলার রেলের কাজ সম্পন্ন হলে ঢাকা সাথে আগরতলার অর্থনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রেলবিভাগ।

২০১৩ সালের সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালে অক্টোবর মাসে এই রেলসেতুর কাজ শেষ হয়।

টিবিজেড/

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply