কুমিল্লা চিড়িয়াখানার সেই ‘যুবরাজ’ কে আর প্রদর্শন করা হবে না

|

কুমিল্লা চিড়িয়াখানার অবহেলার শিকার সেই রুগ্ন যুবরাজ কে আর প্রদর্শন করা হবে না। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে ‘যুবরাজ’। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ঢাকা থেকে যাওয়া চিকিৎসকরা।

এর আগে মঙ্গলবার রুগ্ন যুবরাজের ছবি গণ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপরই প্রশাসনের নজরে আসে। মঙ্গলবারেই  জেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা পরিদর্শন করে। পরে ঢাকা থেকে চিকিৎসকরা কুমিল্লা চিড়িয়াখানায় যায়। চিকিৎসকরা যুবরাজকে দেখে একে প্রদর্শন না করার কথা জানান। চিকিৎসকরা আরও বলেন, একটি সিংহ সাধারণত ১৪ বছর বাঁচে, যুবরাজের বর্তমান বয়স ১৮ বছর। এটি মূলত তার বাড়তি জীবনকাল অতিবাহিত করছে। এখন তাকে আড়ালে রেখে চিকিৎসা করা হবে।’

১৯৮৬ সালে কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকায় ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হলেও অনুন্নয়ন অভাক ও অবহেলায় চিড়িয়াখানার অবস্থা জরাজীর্ণ।

টিবিজেড/

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply