প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

|

প্রশাসনের আশ্বাসে ডাকসু পুর্নির্বাচনের দাবিতে চলা অনশন ভেঙেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সামাদ।

এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের অনশন ভাঙার আহ্বান জানান। এতে সাড়া দেয় অনশনরত শিক্ষার্থীরা। এসময় তার সাথে ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রব্বানি ও এজিএস সাদ্দাম হোসেন। নির্বাচনের ফল বাতিল ও পুনঃতফসিলের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অনশনকারী ৮ শিক্ষার্থীর মধ্যে দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যোগ দেয়ার কথা জানিয়েছেন ভিপি নুরুল হক নুর। তবে আজ গণভবনের এই দাওয়াতে যোগ দেয়ার আগে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে আলোচনা করবেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply