১৮ ঘণ্টায় সৌদি থেকে শূন্য হাতে ফিরলেন ২৫৬ যুবক

|

সৌদি এয়ারলাইন্সের তিনটি বিমান যোগে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম প্রত্যাবাসন ক্যাম্প থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন ২৫৬ জন যুবক। শনিবার রাত সাড়ে ৯টা থেকে আজ রোববার দুপুর ২টা পর্যন্ত সময়ে তিনটি আলাদা ফ্লাইটে তারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত রাত ৯টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV -804 বিমানযোগে রিয়াদ থেকে ফিরেছেন ৮৬ কর্মী। রাত ২টায় সৌদি এয়ারলাইন্সের SV -802 বিমানযোগে জেদ্দা থেকে ফিরেছেন ৭০ এবং আজ রোববার দুপুর ২টা ১০মিনিটে সৌদি এয়ারলাইন্স SV -806 ফ্লাইটে দাম্মাম থেকে দেশে এসেছেন ১০০ জন।

ফিরে আসাদের অভিযোগ, আকামা/বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে সেদেশের পুলিশ ধরে নিয়ে যায়। এরপর প্রত্যাবাসন ক্যাম্পে রেখে দেশে ফেরত পাঠানো হয়। আরও অনেকেই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন।

ফিরে আসা যুবকদের মধ্যে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়ে বৈধভাবে অল্প কিছুদিন আগে সৌদি গিয়েছেন এমন অনেকে রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply