রাজবাড়ীতে দুর্ধর্ষ ব্যাটারি চুরি চক্রের ১০ চোর গ্রেপ্তার

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে আলোচিত ব্যাটারি চুরির ঘটনায় দুর্ধর্ষ ব্যাটারি চুরি চক্রের ১০ চোর কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) রাতে গ্রেপ্তারকৃতদের পরিচয় ও চুরির কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান,একটি মাইক্রোবাস,দুইটি তালা কাটার হাইড্রোলিক কাটার,চুরি হওয়া ২৫টি ব্যাটারি উদ্ধার হওয়ায় সদর থানায় প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি-পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলো,গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বল নারায়নপুর গ্রামের মোঃ আশরাফ কাজীর ছেলে মোঃ মিজান কাজী (২৭),রাজবাড়ী জেলার বিনোদপুর গ্রামের ২নং ওয়ার্ডের মোঃ জব্বার সরদারের ছেলে মোঃ ফারুক সরদার (২৫),ইন্দ্রনারায়নপুর গ্রামের বাবু মিয়ার ছেলে মোঃ রুবেল (২৮),হান্নান ভূইয়ার ছেলে মোঃ মহাসীন (৩২),গোয়ালন্দ ঘাট থানার চরকাচরন্দপুর গ্রামের লুৎফর রহমান চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী (৪৮),চর বরাট গ্রামের মোঃ হায়াত আলী মোল্লার ছেলে মোঃ হযরত আলী (২৮),গঙ্গাপ্রসাদপুর গ্রামের আবুল শেখের ছেলে মোঃ মেহেদী শেখ (২০),পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি গ্রামের মৃত খলিল শেখের ছেলে মোঃ রাজু শেখ (২৫),ফরিদপুর জেলার মধুখালী থানার ঘোড়াখালী গ্রামের জহুর কাজীর ছেলে মোঃ আখের আলী (২৪),দবির মোল্লার ছেলে মোঃ সুজন মিয়া (২১)।

প্রেসব্রিফিং এ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা জানান,গত ০৬/০৩/১৯ তারিখে রাত সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত রাজবাড়ী পৌরসভা এলাকার পাবলিক হেলথ মোড়ে অবস্থিত ‘নিউ তাজ মটরস এন্ড মেশিনারীজ’ দোকান থেকে গভীর রাতে শার্টারের তালা কেটে ৩ লক্ষ ৫৯ হাজার টাকার বিভিন্ন কোম্পানির ৩৭টি ব্যাটারি চুরি করে কাভার্ড ভ্যানে নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে ১৬/০৩/১৯ তারিখে রাজবাড়ী থানায় মামলা দায়ের ও রুজু হয় (মামলা নং ৩৩)। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ঘটনার সাথে জড়িত অন্য চোরদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

পরে রাজবাড়ী,ফরিদপুর,গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে জড়িত ১০ জন কে গ্রেপ্তার করে পুলিশ। চোরদের দেওয়া তথ্য মতে চুরি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান,একটি মাইক্রোবাস,২টি তালা কাটার হাইড্রোলিক কাটার,২৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply