পিজমন্টকে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা

|

গ্রেফতারি পরোয়ানা জারি হলো কাতালুনিয়ায় বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট কার্লেস পিজমন্ট এবং তার ৪ মন্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার ইউরোপীয় অ্যারেস্ট ওয়ারেন্ট জারির পর তা বেলজিয়ামে পাঠায় স্পেনের আদালত। বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় পিজমন্ট এবং তার সহযোগীদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়।

এদিকে গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখছে বেলজিয়াম। কাতালুনিয়ার স্বায়ত্বশাসন বাতিল করে পার্লামেন্ট ভেঙে দেয়ার পরই স্পেন ছেড়ে বেলজিয়ামে আশ্রয় নেয় পিজমন্ট। এরপরই তার বিরুদ্ধে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে মাদ্রিদ। তবে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পেলে স্পেনে ফিরবেন না জানান পিজমন্ট। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বার্সেলোনায়। এর আগে কাতালান পার্লামেন্টের ৯ সদস্য আদালতে হাজিরা দিলে তাদের আটক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply