নিজেদের ২য় টেস্টেই জয়ের দেখা পেল আফগানিস্তান

|

নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল আইসিসির উদীয়মান সদস্য আফগানিস্তান। ভারতের দেরাদুনে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারানোর মাধ্যমে নতুন ইতিহাস গড়লো আফগানরা।

দেরাদুন টেস্টের ৪র্থ দিনে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১১৮ রান, আয়ারল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইনসান উল্লাহ জানাতের ১৩৯ জুটির উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান। প্রথম ইনিংসে ৯৮ রান করে আউট হওয়া রহমত শাহ দ্বিতীয় ইনিংসে ফেরেন ৭৬ রান করে। সেঞ্চুরি মিস করলেও এমন পারফরমেন্সের পর ম্যাচসেরা পুরস্কার হাতছাড়া হয়নি তার।

গত বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট অভিষেক হয়। এটি ছিল আফগানিস্তানের ২য় ম্যাচ। দ্বিতীয় ম্যাচেই এমন জয় তুলে সবাইকে চমক দেখিয়েছে ক্রিকেট বিশ্বের নবীনতম এই সদস্য। যাদের তারা হারিয়েছে সেই আয়ারল্যান্ডেরও টেস্টে অভিষেক হয়েছে আফগানিস্তানের সাথেই।

এর আগে আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় আফগানিস্তান। ২-২ সমতায় ড্র হয় ওয়ানডে সিরিজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply