খুলে দেয়া হলো ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ

|

A view of the Al Noor Mosque on Deans Avenue in Christchurch, New Zealand, taken in 2014. REUTERS/SNPA/Martin Hunter ATTENTION EDITORS - NO RESALES. NO ARCHIVES

নারকীয় হামলার ৫ দিন পর আজই খুলে দেয়া হলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ‘আল-নূর’ এবং লিনউড মসজিদ।

আজ সকালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মসজিদে প্রবেশ করেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা।

এর আগে তদন্তকাজের জন্য মসজিদ এলাকার কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘেরাও ছিলো।

তবে খুলে দেয়ার পর এখন থেকে আগের মতোই মসজিদগুলোয় নামাজ আদায় করা যাবে।

অন্যদিকে আজই পার্লামেন্টের শোকবাণীতে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গোটা নিউজিল্যান্ডকে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, কোনভাবেই দেশের শান্তি বিনষ্ট হতে দেয়া যাবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply