লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের জেল জরিমানা

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড দেওয়া হয়েছে । একই সাথে আরো ১৪ জেলেকে জরিমানা করা হয়।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলা মজুচৌধুরী হাট ঘাটে ভ্রাম্যমান আদালতে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। এসময় অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা নিয়ে আরো ১৯ শিশু জেলেকে ছেড়ে দেন তিনি।

আটককৃতরা ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরওয়ার জামান, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাহ জামাল।

এর আগে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এসময় ইঞ্জিন চালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোষ্টগার্ড, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে কারাদণ্ড এবং ১৪ জেলেকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান ও জেল জরিমানা অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply