স্পিকারের ঘোষণায় ঝুলে গেল থেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাব

|

LONDON, ENGLAND - MARCH 20: Speaker of the House of Commons, John Bercow attends an address by Queen Elizabeth II at Westminster Hall on March 20, 2012 in London, England. Following the address to party leaders, MP's, peers and dignitaries from both the House of Commons and the House of Lords, a specially commissioned Diamond Jubilee stained glass window, a gift from the members of both Houses, was unveiled to mark the Queen's 60 year reign. (Photo by Ben Gurr - WPA Pool /Getty Images)

নতুন চুক্তি ছাড়া একই প্রস্তাব তৃতীয়বার উত্থাপন পার্লামেন্টের আইনের বিরোধী। সোমবার ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশনে স্পিকারের এ ঘোষণায় আবারও ঝুলে গেল থেরেসা মে’র প্রস্তাবের ভাগ্য।

স্পিকার জন বারকাও বলেন, দু’দফায় প্রত্যাখ্যাত হওয়ার পর একই প্রস্তাবে আবার ভোটাভুটির কোনো অর্থ নেই। হাউজ অব কমন্সে আবারও প্রস্তাব তোলার আগে, তাতে কার্যকরী পরিবর্তন আনতে হবে। ২১ মার্চ ইউরোপীয় কাউন্সিলের সভার আগে, প্রস্তাবে এমপিদের সমর্থন আদায়ে কিছুদিন ধরেই দৌঁড়ঝাপ শুরু করেন প্রধানমন্ত্রী থেরেসা মে। স্পিকারের এ বিবৃতিতে ভেস্তে গেলো তার সেই প্রচেষ্টা। চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে গত সপ্তাহে তিন মাসের জন্য বিচ্ছেদ প্রক্রিয়া এড়ানোর পক্ষে রায় দেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

হাউজ অব কমন্সের স্পিকার জন কারকাও বলেন, জোরালো গুজব শোনা যাচ্ছে, ব্রেক্সিট ইস্যুতে তৃতীয় বারের মতো প্রস্তাব উত্থাপন করতে চাইছে সরকারি দল। তবে বাতিল হওয়া প্রস্তাবে আবার ভোটাভুটি পার্লামেন্টের আইন বিরোধী। একমাত্র বিষয়বস্তুতে যথাযথ পরিবর্তনের পরই তা পুনরায় উত্থাপন করা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply