৩১শে মার্চের মধ্যে কেমিকেল গোডাউন সরিয়ে নেয়ার নির্দেশ

|

পুরান ঢাকা থেকে সব কেমিকেল গোডাউন ও দাহ্য পদার্থ সরিয়ে নিতে সব ভবন ও দোকান মালিকদের ৩১শে মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছে সিটি করপোরেশনের টাস্কফোর্স।

পুরান ঢাকার বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনার সময় র‍্যাব-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট একথা জানান।

দুপুর ১২টা থেকে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল এলাকায় কেমিক্যাল মার্কেট ও দোকানে টাস্কফোর্স অভিযান চালায়। সেখান থেকে প্রায় ২ টন কেমিক্যাল পণ্য জব্দ করা হয়।

র‍্যাব-এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম জানান, এটি মূলত পরিদর্শন অভিযান। তাই কাউকে জেল জরিমানা করা হচ্ছে না। তবে ৩১শে মার্চের পর কেমিক্যাল মজুদ, দাহ্য পদার্থ মিললে জেল জরিমানা করা হবে।

কেমিক্যাল ব্যবসায়ী সমিতি নেতারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কোন নির্দেশনা না থাকায় এখনো কোন কোন ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল মজুদ করার সুযোগ পাচ্ছেন। এ নিয়ে সংশোধনী নীতিমালা চান ব্যবসায়ীরা। তবে তারা আশ্বাস দেন ৩১ শে মার্চের মধ্যেই মজুদকৃত কেমিক্যাল সরিয়ে নেবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply