কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন জেকেএলএফ-কে নিষিদ্ধ করেছে নয়া দিল্লি

|

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন- ‘জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট’- জেকেএলএফ-কে নিষিদ্ধ ঘোষণা করেছে নয়া দিল্লি। শুক্রবার ভারত সরকারের এ সিদ্ধান্তের কথা জানান, ভারতীয় স্বরাষ্ট্র সচিব রাজিব গৌবা।

বলেন, বেআইনি কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে সংগঠনটির বিরুদ্ধে। চলতি মাসেই জেকেএলএফ’র চেয়ারম্যান ইয়াসিন মালিককে কারাবন্দি করে প্রশাসন। কোনো অভিযোগ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে দু’বছর পর্যন্ত আটকে রাখার অনুমতি দেয়া হয়েছে এমন একটি আইনে গ্রেফতার দেখানো হয় তাকে।

জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের সরকারিভাবে নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্তও নতুন করে ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়া দিল্লি।

এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর, সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগে ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন- জামায়াতে ইসলামীকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply