উপজেলা নির্বাচন নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

|

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। দুপুরে উপজেলার বাগড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার প্রার্থী মনিরুজ্জামানের কর্মীদের সাথে, স্বতন্ত্র প্রার্থী হোসেন শহীদ জিলানীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ব্যবসায়ী মনি মণ্ডল, রুবেল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়। আগুন দেয়া হয় একটি মোটরসাইকেলে; ভাঙচুর করা হয় একটি গাড়ি।

এছাড়া মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের অফিসেও হামলা চালানো হয়। পরে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি সদস্যরা।

এদিকে, পটুয়াখালীর বাউফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এবং দফায় দফায় হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। সকালে আওয়ামী লীগের প্রার্থী মোতালেব হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমানের পক্ষে আলাদা জায়গায় এই সংবাদ সম্মেলন হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply