গোবিন্দগঞ্জে ভাঙ্গরির দোকান থেকে ভ্যানভর্তি সরকারী বই উদ্ধার

|

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি ভাঙ্গরি ব্যবসায়ীর দোকান থেকে ভ্যানভর্তি সরকারী নতুন বই উদ্ধার করেছে পুলিশ। এসময় ভাঙ্গরি দোকানের কর্মচারী শরিফুল ইসলামকে (১৯) আটক করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়ার গালস্ স্কুল মোড়ের ভাই-ভাই ভাঙরি ব্যবসায়ীর দোকান থেকে বইগুলো উদ্ধার করা হয়।

আটক শরিফুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া কুন্দু খালাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শরিফুল ভাই-ভাই ভাঙ্গরির দোকানের কর্মচারী। তবে ঘটনার সময় ভাঙ্গরি ব্যবসায়ী ওবাইদুল হক কৌশলে পালিয়ে যায়।

উদ্ধার করা বইগুলো উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির। চলতি শিক্ষাবর্ষের বইগুলো বিনামূল্যে বিতরণের জন্য।

গোবিন্দগঞ্জ থানার (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ওবায়দুল হকের ভাঙরির দোকানে ভ্যানভর্তি বই আছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে ভ্যান ভর্তি মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির বই জব্দ করা হয়। এসময় কর্মচারী শরিফুল আটক করা হলেও কৌশলে পালিয়ে যায় ব্যবসায়ী ওবায়দুল হক।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply