ভারতে আইসিইউতে ভর্তি নারীকে গণধর্ষণ

|

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন এক নারী। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেশ কয়েকজন কর্মী তাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত চারজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে পুলিশ। রবিবার ভারতের উত্তরপ্রদেশের মীরাটের একটি হাসপাতালে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা হরিমোহন সিং জানান, ‘‘শ্বাস-প্রশ্বাসের সমস্যা বাড়ায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, ‘রবিবার হাসপাতালের কিছু কর্মীরা তাকে গণধর্ষণ করে।’ এ ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।”

আরো পড়ুন: ‘আইএসের ৫০ টন সোনা লুট করে নিয়ে গেছে মার্কিন সেনারা’

ওই নারীর স্বামী অভিযোগ করে পুলিশকে বলেন, ‘তার স্ত্রী হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলো। সেখানে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। পরে আইসিইউ’র তিনজন কর্মীই তাকে গণধর্ষণ করে।’

মামলার তদন্তকারী এক কর্মকর্তা জানান, ‘ওই ঘটনার সময় আইসিইউর সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্র: এনডিটিভি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply