যুক্তরাষ্ট্রের চার্চে সাবেক সেনার গুলিতে নিহত ২৭

|

যুক্তরাষ্ট্রের টেক্সাসের চার্চে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেছে অন্তত ২৭ জনের। আহত হয়েছে আরও ২০ জন। হামলাকারীকে ২৬ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর কর্মী ডেভিন প্যাট্রিক ক্যালি হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ বলছে, রোববারের প্রার্থনার সময় বাইরে থেকে গুলি করতে করতে দক্ষিণে উইলসন কাউন্টির ব্যাপটিস্ট চার্চে ঢুকে পড়ে হামলাকারী। পরে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় সে। গডেলুপ কাউন্টিতে নিজ গাড়িতেই মেলে তার মরদেহ।

তবে এটি আত্মহত্যা নাকি অন্য কারো গুলিতে বন্দুকধারী গেছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ বলছে, হামলাকারী শেতাঙ্গ তরুণ ডেভিন ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত বিমান বাহিনীতে কর্মরত ছিল ডেভিন। নীতিমালা ভঙ্গ করায় বরখাস্ত করা হয় হয় তাকে। হামলার পরপরই সন্দেহজনক হামলাকারীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply