দগ্ধ হয়ে মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী তমাল

|

বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

নিহতদের মধ্যে কুর্মিটোলায় ১ জনের, ঢামেকে ১ জনের, বনানীর একটি ক্লিনিকে ১ জনের, অ্যাপোলো হাসপাতালে ১ জনের এবং ইউনাইটডে হাসপাতালে ৩ জনের লাশ রয়েছে। ঢাকা মেডিকেলে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সর্দার জানান, আগুনে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যাওয়া এক ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুক (৩২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএ করছিলেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতকে ভর্তি হন ২০১০-১১ শিক্ষাবর্ষে।

বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, আব্দুল্লাহ আল ফারুকের শরীর ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধ অবস্থায় তমালসহ পাঁচজনকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি।

যমুনা অনলাইন/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply