বনানীর অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে আইইবি’র ৮ সদস্যের কমিটি গঠন

|

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যথাযথ কারণ অনুসন্ধানের জন্য আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। এই কমিটি অগ্নিকান্ডের যথাযথ কারণ অনুসন্ধান ও অগ্নিকাণ্ড রোধে যথাযথ সুপারিশমালা প্রনয়ন করবে বলে জানায় আইইবি।

শুক্রবার প্রকৌশলী মো. নুরুল হুদাকে আহব্বায়ক এবং প্রকৌশলী কাজী খায়রুল বাশারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে পুড়ে যাওয়া ভবন এবং তার আশেপাশে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে অগ্নিকান্ডের যথাযথ কারণ ও
অগ্নিকাণ্ড রোধের সুপারিশসহ একটি পুর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের নিকট জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী হামিদুল হক, প্রফেসর ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নুর, আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, আইইবি’র যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আব্দুর রশিদ সরকার, আইইবি’র তড়িৎকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত এবং কেমিক্যালকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত খাঁন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply