বনানীতে উদ্ধার কাজ সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস

|

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুরে এ কথা জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আগুনের ঘটনায় আজ সকাল ৮ টা হতে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের নিহতের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন শতাধিক মানুষ।

এরআগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে যোগ দেয় সেনা-নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট ও বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টার অংশ নেয়।
সম্মিলিত তৎপরতার পর ঐদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply