মানুষের জীবন বাঁচাতে পাইপ চেপে ধরে নাঈম

|

১০ বছরের নাঈম ইসলাম। ব্রাক আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সে। বাবা-মা আর ছোট বোনসহ থাকে কড়াইল বস্তিতে। বাবা ডাব বিক্রি করে সংসার চালান। মা কর্মজীবী। রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নাঈমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ফাটা অংশ পলিথিন দিয়ে দুহাতে চেপে ধরে আছে নাঈম।

নাঈম জানায়, মানুষ বাঁচাতে পাইপ চেপে ধরেছিলাম। পাইপ ফাটা থাকলে তো পানি সব অন্য দিকে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা যাতে ভালোভাবে পানি ছিটিয়ে আগুন নেভাতে পারে সেজন্য এগিয়ে আসে নাঈম।

পাইপ চেপে ধরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতার বিনিময়ে কিছই চায় না ছোট্ট নাঈম। বড় হয়ে সরকারি চাকরি করার স্বপ্ন তার। এখন সে ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply