আবারও হারলেন থেরেসা মে

|

চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরে আবারও ব্যর্থ হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পার্লামেন্টে শুক্রবারের ভোটাভুটিতেও প্রস্তাবটি প্রত্যাখান করেন আইনপ্রণেতারা।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ৩৪৪ জন এবং পক্ষে ভোট দেন ২৮৬ আইনপ্রণেতা। ৫৮ ভোটের ব্যবধানে থেরেসা প্রত্যাখ্যাত হয় মে’র প্রস্তাব। ফলে ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া সময় ১২ এপিল চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে।
ভোটের ফল প্রকাশের পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় থেরেসা মে’কে পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা জেরেমি করবিন। এর আগে চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরে দুই দফা ব্যর্থ হন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply