অল্পের জন্য প্রাণে বাঁচলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট

|

অল্পের জন্য তালেবান হামলা থেকে প্রাণে বাঁচলেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম। শনিবারের এই আক্রমণে প্রাণ হারান তার এক দেহরক্ষী; বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

জানবিশ পার্টির পক্ষ থেকে জানানো হয়, গেলো বছর তুরস্ক থেকে নির্বাসন শেষে ফেরার পর; এ নিয়ে তার ওপর দু’দফা প্রাণঘাতী হামলা চালানো হলো। বলা হয়, মাজার-ই-শরিফ শহর থেকে জাওযান প্রদেশে যাওয়ার পথে তার গাড়িবহর ছিলো হামলাকারীদের মূল লক্ষ্য। কিছুক্ষণ পরই, নিজস্ব ওয়েবসাইটে হত্যাচেষ্টার দায় স্বীকার করে নেয় তালেবান।

গেলো বছর অগাস্ট মাসে, কাবুল বিমানবন্দরে অবতরণের পরই, তাকে লক্ষ্য করে বোমা হামলা হয়। সেসময়, দায় স্বীকার করে আইএস। দোস্তামের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে হয়রানি এবং নির্যাতনের অভিযোগ ছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply