যারা প্যাড চুরির অভিযোগ করছেন, তারা মানসিকভাবে বিপর্যস্ত: মোকাব্বির খান

|

নানা টানাপোড়েনের পর এমপি হিসেবে শপথ নিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান। তার দাবি, দল ও দলীয় প্রধান ডক্টর কামাল হোসেনের সম্মতিতেই শপথ নিয়েছেন। তিনি বলেন, যারা প্যাড চুরির অভিযোগ করছেন, তারা মানসিকভাবে বিপর্যস্ত।

এর আগে শপথ নেয়া গণফোরামের বহিষ্কৃত নেতা সুলতান মনসুর বলেছেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরও কয়েকজনের শপথ নেয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার।

ব্যক্তিগত গাড়িতে পৌনে ১২টার দিকে শপথ নিতে আসেন সিলেট-২ আসন থেকে জয়ী মোকাব্বির খান। নিয়ম মেনে সংসদে প্রবেশের পর, তাঁকে শপথ পড়ান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গণফোরামের কয়েকজন নেতাকর্মী।

গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচিত মুকাব্বির বলেন, ভোটারদের চাওয়া, দল ও দলীয় প্রধানের সিদ্ধান্তে তিনি শপথ নিয়েছেন। কিছুটা দেরি হলেও কাজ করতে চান এলাকার জন্য।

এসময় তিনি শপথ নিয়ে লুকোচুরি এবং অনুমিত ছাড়া দলীয় প্যাড ব্যবহারের অভিযোগের ব্যাখ্যাও।

ঐক্যফ্রন্টের আর কেউ শপথ নেবেন কিনা বা তাদের সাথে যোগাযোগ আছে কিনা জানাতে চাইলে, মন্তব্য করেননি মোকাব্বির।

এদিকে শপথ নিয়ে গণফোরাম থেকে বহিষ্কার হন সুলতান মনসুর। একই সিদ্ধান্ত ঘটনা মোকাব্বিরের ক্ষেত্রেও ঘটবে বলে জানান দলটির শীর্ষ নেতারা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply