পদত্যাগ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

|

টানা ২০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস এ খবর নিশ্চিতের পরই রাজপথে নেমে আসেন উচ্ছ্বসিত জনতা।

বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে আলজেরিয়ার সাংবিধানিক কাউন্সিলের প্রধানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বুতেফ্লিকা। বলা হয়, তাৎক্ষণিক কার্যকরও হয়েছে সে সিদ্ধান্ত।

এর আগে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ৮২ বছর বয়সী এ নেতার অপসারণের দাবি জানান খোদ আলজেরীয় সেনাপ্রধান। শারীরিক অসুস্থতা ও চলাফেরায় অক্ষম বুতেফ্লিকাকে গেল ছয় বছরে জনসম্মুখে কমই দেখা গেছে। তাও সম্প্রতি ৫ম বারের মতো তার নির্বাচনে লড়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে ওঠে আলজেরিয়ার জনগণ। মাসব্যাপী ব্যাপক গণবিক্ষোভের মুখে অবশেষে এলো পদত্যাগের ঘোষণা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply