গ্যাসের মূল্য বৃদ্ধি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ

|

গ্যাসের মূল্য বৃদ্ধি হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা বলেন গ্যাসের দাম বাড়ালে সাধারণ মানুষের নাভিশ্বাস হবে। আয় বৃদ্ধি না করে দাম বৃদ্ধি চলবে না বলে হুঁশিয়ার করেন নেতারা। অবিলম্বে এলপিজির দাম কমানোর আহ্বান জানান তারা।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply