প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

|

কারো সাথেই যুদ্ধ নয়, সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে সার্বভৌমত্ব রক্ষায় সব হুমকি বা আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেরে বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিবসহ ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান। পরে এক বৈঠকে বিগত বছরগুলোতে সেনাবাহিনীর সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। এসময় সেনা সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সেনা সদস্যরা শান্তিরক্ষা মিশনে যাবার আগে তাদের উচ্চতর প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করার তাগিদও দেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply