কাশ্মীরে লোকসভা নির্বাচন বয়কটের হুমকি শিখদের

|

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শিখ সম্প্রদায় আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে হুমকি দিয়েছেন।

সংখ্যালঘু সম্প্রদায় হওয়া সত্ত্বেও সরকার তাদের প্রতি সম্পূর্ণ উদাসীন বলে তারা অভিযোগ করেন।-খবর ইকোনমিক টাইমসের।

শিখ নেতারা বলেন, কেন্দ্রীয় কিংবা রাজ্যসরকারের কেউ তাদের দাবির প্রতি মনোযোগ দিচ্ছে না। বহু আগ থেকেই কাশ্মীরে সংখ্যালঘু সম্প্রদায় আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছিলেন তারা। এ ছাড়া স্কুল ও কলেজে পাঞ্জাবি ভাষাকে মাধ্যম হিসেবে চালু করার দাবিও রয়েছে তাদের।

কিন্তু সরকার এসব দাবিকে পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। সর্বদলীয় শিখ সমন্বয় কমিটির প্রধান জগমোহন সিং রায়না বলেন, কোনো ধরনের ভুল না করেও আমাদের সম্প্রদায় বৈষম্যের শিকার হচ্ছেন। কাজেই প্রতিবাদ হিসেবে লোকসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বিভিন্ন সরকার এসে মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার পর পরবর্তী সময় তা ভুলে যায়।

সংযুক্ত শিখ ফোরামের মানমিত সিং বলেন, ক্ষমতা কাঠামোর মধ্যে আমাদের কোনো অংশগ্রহণ নেই। অ-অভিবাসী সংখ্যালঘু ক্যাটাগরিতে আমাদের কিছু চাকরি দেয়া হয়েছিল। কিন্তু পিডিপি সরকারের সহায়তায় বিভিন্ন সম্প্রদায় তা কেড়ে নিয়েছে।

এটিকে শিখ সম্প্রদায়ের প্রতি বিমাতাসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি।

মানমিত সিং বলেন, আমরা বাংলাদেশ থেকে আসিনি। আমরা রাষ্ট্রের বিষয়। কাজেই নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের লাভ কী? সরকারের কারণে শিখ তরুণরা ভুক্তভোগী হচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply