ছত্তিশগড়ে গোলাগুলিতে চার বিএসএফ নিহত

|

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে চার বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কানকের জেলায় মাহলা গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত দুই সদস্য আহত হয়েছেন বলেও জানায় পুলিশ। এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যায় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই চার জওয়ানের মৃত্যু হয়।

পু্লিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ বলেন, এ ঘটনায় চার জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।

এর আগে, ২০১৪ সালের লোকসভা নির্বাচন চলাকালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১২ জন নিহত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply