ষোড়শ সংশোধনী বাতিল: আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ

|

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খায়রুল হকের অপসারণের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও কেবল কয়েকটি জেলায় তা পালন করেছে জাতীয়তাবাদি আইনজীবীরা।

দুপুরে নারায়ণগঞ্জে একইসময়ে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা যায়।

এদিকে, রাজশাহী কোর্ট চত্বরে প্রতিবাদ সভা করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। আওয়ামীপন্থী আইনজীবীদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ হয়েছে লক্ষ্মীপুরেও। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। সিলেটেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে সমাবেশ হয়। নাটোরে আওয়ামীপন্থী আইনজীবীরা ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply