চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ

|

৬ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ।
সেইসাথে বিশ্ববিদ্যালয়গামী সকল শাটল ট্রেন এবং শিক্ষক বাস আটকে দিয়েছে আন্দোলনকারীরা।

সকাল থেকে চলা বিক্ষোভ কর্মসূচির কারণে বেশিরভাগ বিভাগেই ক্লাস হচ্ছে না। ৩১ মার্চ আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। ঘটনার পর দুটি হলে তল্লাশি চালিয়ে দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক করা হয় ছাত্রলীগের ৬ কর্মীকে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয় পুলিশ। সেই মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতেই বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply